আগামী ২৪ আগস্ট,১৩ তারিখ দৌলৎগ্ঞ্জ স্থল বন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন হতে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শাজাহান খান আনুষ্ঠানিকভাবে উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা -১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন, চুয়াডাঙ্গা -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: আলী আজগার টগর, জেলা প্রশাসক,চুয়াডাঙ্গা জনাব মো: দেলোয়ার হোসাইন এবং জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাবমো: গোলাম মোর্তুজা। স্থল বন্দর কর্তৃপক্ষের সম্মানীত চেয়ারম্যান জনাব মো: মোয়েজ্জদ্দীন আহমেদ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। উল্লেখ্য যে,৩১ জুলাই,১৩ তারিখ প্রকাশিত গেজেট প্রজ্হাপনের মাধ্যমে দৌলৎগঞ্জ শুল্ক স্টেশনকে স্থল বন্দর হিসাবে ঘোষণা দেয়া হয়েছে।