বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার তথ্য প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশের জাতীয়জীবনে জীবননগর অনেক ক্ষেত্রেই উজ্জ্বল। শিল্প সাহিত্য, সংগীত, ক্রীড়াঙ্গন থেকে খাদ্যশস্য উৎপাদন, ফল উৎপাদন, চিংড়ি চাষ ও মৎস্য রপ্তানী,স্থল বন্দরে আমদানী-রপ্তানি ইত্যাদি ক্ষেত্রে জীবননগর এর অবদান অনশীকার্য |জীবননগর কৃষি, অর্থনীতি, জীবনজীবিকা, সমাজ, পুরাকীর্তি, প্রত্নতত্ত্ব, ইতিহাস, শিক্ষা,সাহিত্য, ক্রীড়া, সঙ্গীত জাতীয় জীবনের এক অনন্য সম্পদ। আমি আধুনিক জীবননগর রূপায়ণ ও উন্নয়নে যাঁরা স্মরণীয় অবদান রেখেছেন তাঁদের প্রতি জানাই অকৃত্রিম কৃতজ্ঞতা । সেইসব নাম না জানা মানুষদের প্রতি রইল আমার শ্রদ্ধা- যাঁদের ঘামে ও পরিশ্রমে আমরা দেখতে পাচ্ছি জীবননগরের একটি নান্দনিক ক্যানভাস। সেই সঙ্গে জীবননগর এর সকল সম্মানিত নাগরিকগণকে জানাই আমার শুভেচ্ছা ও শ্রদ্ধা।
উপজেলা নির্বাহী অফিসার
জীবননগর, চুয়াডাঙ্গা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস