২০০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট জীবননগর উপজেলার - উত্তরে চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলা, দক্ষিণে- মহেশপুর উপজেলা, পূর্বে - মহেশপুর ও কোটচাদঁপুর উপজেলা এবং পশ্চিমে ভারতের নদীয়া জেলা অবস্থিত। ভৌগলিক অবস্থান - ২৩°২২´ থেকে ২৩°৩১´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৪৫´ থেকে ৮৮°৫৭´ পূর্ব দ্রাঘিমাংশ (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ)। জেলা সদর থেকে জীবননগরের দুরত্ব ৪০কিঃ মিঃ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস