জীবননগর উপজেলার বাঁকা ইউপি আলীপুরে
চুয়াডাঙ্গা থেকে বাসযোগে ৩০ কিঃ মিঃ আসার পর পিয়ারা তলা বাজার এর স্টান এ নেমে ভ্যান অথবা রিক্সাই করে আলীপুর এর দিকে যেতে হবে এবং এই রাস্তার মধ্যে একটা বটগাছ ওয়ালা বাজার আছে সেই বাজারের কাছেই রাখাল শাহ এর মাজার
0
রাখাল শাহ হচ্ছেন একজন আওলিয়া বা পীর যার কারনে এখানে তার ভক্তগন সব সময় থাকে এবং জিকির আজগার ও গান বাজনা করে । ১৫র ভাদ্র প্রতি বছর রাখাল শাহ মেলা আয়োজন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস