Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ১২.৯.২০১৭ খ্রিঃ তারিখে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর (হাসপাতাল) গেট এলাকায় ভ্রাম্যমান আদালত ( মোবাইল কোর্ট ) পরিচালনা
বিস্তারিত

অদ্য ১২.৯.২০১৭ খ্রিঃ তারিখে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর (হাসপাতাল) গেট এলাকায় ভ্রাম্যমান আদালত ( মোবাইল কোর্ট ) পরিচালনাকালে ১. ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীন, ২. মেয়াদ উত্তীন ঔষধ বিক্রর জন্য সংরক্ষণ, ৩. বিক্রিয়, নিষিদ্ধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য সংরক্ষনের অপরাধে । ১. সূচনা মেডিসিন কর্ণার এর আব্দুস সালাম, ২.হাফিজা ফার্মেসীর শাসসুজ্জামান, ৩.ফাইভ স্টার মেডিকেল হল এর আতিকুজ্জামান, ৪. আজাদ মেডিসিন সেন্টার এর হাফিজুল ইসলাম, ৫. মোস্তাফা ফার্মেসীর গোলাম মোস্তাফ, ৬. মেরাজ ফার্মেসীর আবু মেরাজ ও ৭. কোহিনূর ফার্মেসীর কদম রসুলকে ঔষধ (ড্রাগ) আইন, ১৯৪০ এর ১৮ ধারা মতে সর্ব মোট ২২.০০০/= টাকা জরিমানার আদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা, জীবননগর, চুয়াডাঙ্গা এই সময় উপস্থিত ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক জনাব সুকর্ণ আহমেদ, ঔষধ প্রশাসন, চুয়াডাঙ্গা ও এস আই জীবননগর থানার । উপজেলা নির্বাহী অফিসার ও ঔষধ তত্ত্বাবধায়ক ,ঔষধ প্রশাসন, চুয়াডাঙ্গা মেয়াদ উত্তীন ঔষধ ধ্বংস আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
12/09/2017
আর্কাইভ তারিখ
13/09/2018