Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিস্তারিত

ক্র. নং

ফিল্ডের নাম

সংক্ষিপ্ত বিবরণ

নাম

জীবননগর থানা পাইলট বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়

সংক্ষিপ্ত বর্ণনা

ইংরেজী ১৮৮৮ সালে দত্ত বাবুদের প্রচেষ্টায় কুমুদিয় স্মৃতি নামে একটি এম,ই স্কুল (মধ্য ইংরেজী স্কুল) প্রতিষ্ঠিত হয়। উক্ত এম,ই স্কুল ছাড়া অত্র এলাকায় উচ্চ শিক্ষার আর কোন প্রতিষ্ঠান ছিল না। বহুদুর দূরান্ত থেকে ছাত্র-ছাত্রীরা এসে এখানে পরাশুনা করত। সে সময় উক্ত স্কুলে মরহুম চাঁদ মিয়া ভি.এম (পন্ডিত সাহেব) একমাত্র মুসলমান শিক্ষক ছিলেন। পরবর্তীতে ১৯৪৭ সালে দেশ বিভাগের পর এখানকার দত্ত বাবুরা অধিংকাশ পশ্চিমাবঙ্গে চলে যান। ১৯৫৭ সালে এলাকার সুধিব্যাদের উদ্যোগে অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত হলো জীবননগর উচ্চ বিদ্যালয়।

প্রতিষ্ঠাকাল

০১/০১/১৯৫৭ ইং ।

ইতিহাস

প্রতিষ্ঠানটি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হইয়া বর্তমান উন্নতির দিকে চলছে ।

মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা

৫০০ জন।

ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)

৬ষ্ঠ- ৫৬, ৭ম- ৯৬, ৮ম- ১১৮, ৯ম- ১৬৯, ১০ম- ১৬১ ।

পাশের হার

এস.এস.সি- ২০১১- ৮৩.৬৬%, জে.এস.সি-২০১১- ৮০%

প্রধান শিক্ষক/অধ্যক্ষ

মুন্সি আব্দুস সামাদ

অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ

Jibannagr Pilot Hi-School Form-2.doc

১০

পরিচালনা পর্যদের সভাপতি

মুন্সি নাসির উদ্দীন

১১

বর্তমান পরিচালনা কমিটির তথ্য

সভাপতি ১জন, শিক্ষক প্রতিনিধি ৩জন, অভিভাবক প্রতিনিধি ৪জন, মহিলা প্রতিনিধি ১জন।

১২

বিগত ৫ বছরের সমাপনী/ পাবলিক পরীক্ষার ফলাফল

এস.এস.সি- ২০০৭- ৬৬.২৮% ২০০৮- ৮১%, ২০০৯- ৫৫.৫৬%, ২০১০-৭২%, ২০১১-৮৩.৬৬% ।

জে.এস.সি- ২০১০- ৭৭%, ২০১১-৮০% ।

১৩

শিক্ষাবৃত্তির তথ্য

 

১৪

অর্জন

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ২০০৭ সালে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। বিদ্যালয়ের শিক্ষার হার উত্তোরত্তর বৃদ্ধি হচ্ছে।

১৫

ভবিষ্যৎ পরিকল্পনা

উচ্চ মাধ্যমিক খোলার পরিকল্পনা আছে।

১৬

যোগাযোগ

জীবননগর উপজেলা সদর হতে .২৫ কি. মি. । জীবননগর বাসষ্ট্যান্ড হতে রিকশা যোগে অত্র বিদ্যালয়।