Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা । বাঙালি জাতীর সবচেয়ে  প্রিয় খেলা ফুটবল। জীবননগর উপজেলা বরাবরই ফুটবল খেলায় অগ্রগামী। এক সময় জীবননগরের কয়েকজন ফুটবল খেলোয়াড় দেশ খ্যাত ছিলেন। বিশেষ করে মোজাম্মেল, সিরাজ , কালাম এবং আদুন এর নাম উল্লেখ করা যেতে পারে। জীবননগর উপজেলায় প্রতি বছর ফুটবলের বড় বড় আসর হয়। দেশ বরেণ্য ফুটবলারগণ উক্ত আসর গুলো অংশ নিয়ে থাকেন। ফুটবল মাঠ কানায় কানায় দর্শকে ভরে যায়। সে দৃশ্য দেখে বুঝা যায় এ এলাকার মানুষ কতটা ফুটবল প্রেমী। মানুষ প্রাণ খুলে বিনোদন করে। ক্রিকেটের ক্ষেত্রেও বর্তমানে এ  উপজেলা বেশ এগিয়ে।

হাডুডু গ্রামবাংলার একটি বহুল প্রচলিত খেলা। এ খেলা বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি পেলেও  বর্তমান খুব একটা অনুষ্ঠিত হয়না। কয়েক বছর আগে গরু , খাসি, মহিষ বিবিধ পুরস্কার ঘোষণায়  গ্রাম এলাকায় হাডুডু খেলার আয়োজন হতে দেখা যেত। শীত কালে কোন কোন স্থানে ভলিবল খেলতে দেখা যায়। এ উপজেলায় ক্রিকেট ফুটবল খেলার বড় বড় আসর বসতে দেখা যায়।